সাতক্ষীরা জেলা প্রতিনিধি
বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরায় জেলা পর্যায়ে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় বুধবার বিকালে ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা প্রকল্প অফিসে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল।
ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরার ম্যানেজার (প্রোগ্রাম) শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, সমাজসেবা অধিপ্তরের সহকারী পরিচালক রোকুনুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার পুলক চক্রবর্তী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ইয়ুথ সদস্য, শিশু সুরক্ষা নেটওয়ার্ক, সাতক্ষীরার সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান বিভিন্ন বিশেষ অবদান রাখার জন্য তালা উপজেলা নির্বাহি অফিসার আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ওসিসি সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দা সাইলেন্স’র ইয়ুথ সদস্য মাসুদ রানা, এনসিটিএফ সাতক্ষীরার সভাপতি শেখ মিফতাহুল জান্নাত, তালা কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর আসাদুল ইসলাম, এনসিটিএফ সাতক্ষীরার সাবেক সভাপতি পূজা দাস, সাবেক সাধারণ সম্পাদ সুজিত কুমার পাল ও অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলাকে সম্মাননা প্রদান করা হয়।