সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার পৌর মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ। এছাড়া ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার রাতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
পৌর-১ এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০২৭.২২.২৩১ নং স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র চিশতীর বিরুদ্ধে জিআর মামলায় হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠান। এই কারণে তাকে মেয়র পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। মেয়র চিশতীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ভারপ্রাপ্ত মেয়র হিসাবে পৌরসভা আইনের ২০০৯ ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।