সাতক্ষীরা জেলা প্রতিনিধি
৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না।
জেলা প্রশাসক হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না বলেন, ভারত ও বাংলাদেশ একই মায়ের দুুটি সন্তান। ভারত বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের স্যালুট করে এবং আগামীতেও করবে। ভারত পাশে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শীহদের আত্মর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।