শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে ১৫ মার্চ মধু আহরণের উদ্বোধন করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এমএ হাসান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি মৌয়ালদের উদ্দেশ্য বলেন, সরকারি নিয়মনীতি মেনে মধু আহরণ করবেন এবং খাঁটি মধু লোকালয়ে এনে বিক্রি করবেন। যাতে আপনারা প্রকৃত দাম পান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খালেদা আইয়ুব ডলি, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।