সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি।
সোমবার সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে। সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির সদস্যরা বাংলাদেশে অভ্যন্তরে গতকাল সকালে চারাবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় কতিপয় ব্যক্তি ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে আসতে দেখে তাদেরকে থামতে বলা হয়।
বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজারমূল্য আট লক্ষ আটানব্বই হাজার নয়শত পাঁচ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।