নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের গ্রুপ পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে যশোর জিলা স্কুল। তারা ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে।
গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল। আগামী মঙ্গলবার একই মাঠে দল দুটি ফাইনালে মুখোমুখি হবে।
এদিন সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিলা স্কুল। ব্যাট করতে নেমে সাইফ আহদেদ নির্জনের ৮৮ রানের ইনিংসে ৪৭ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৯৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাঁহাতি স্পিনার সাদিক হোসাইনের ৫ উইকেটে ২৭ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় আব্দুস সামাদের দলীয় ইনিংস।
ব্যাট হাতে জিলা স্কুলের সাইফ আহমেদ নির্জন ১১৯ বলে ১০টি চারে সর্বোচ্চ ৮৮ রান করেন। এরপাশে রওনক রহমান ইশা ৩৪ বলে ৩ চারে ২১, তাহসিন খান আলিফ ৩০ বলে ৭টি চার ও এক ছয়ে ৪৩, আলফি রহমান শীতল ৩২ বলে ৩টি চার এক ছয়ে ৩৪, সাদিক হোসাইন ২৫ বলে ২টি চারে ১৪, সাকিবুল আল চমক ১২ বলে ৩চার ও এক ছয়ে ২১, মোস্তানিরুর রহমান ২৩ বলে ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৫৭ রান।
বল হাতে আব্দুস সামাদের আজিজুল হাকিম হৃদয় ৩৮, রায়হান মোল্লা ২৮ ও আরজু রহমান ২৩ রানে ২টি করে এবং আরিয়ান, অদিত্য রায়, কাকন মিয়া ও রিয়াদ গাজী একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভার ২ বলে ৩১ রান তুলে ভালো শুরু করে আব্দুস সামাদের দুই ওপেনার আজিজুল হাকিম হৃদয় ও হাসনাইন মুহিব। ইমরান মাহমুদ তৃতীয় বোলার হিসেবে বোলিং এসে নিজের প্রথম দুই ওভারেই আব্দুস সামাদের দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান। যদিও তার করা প্রথম দুই বলেই ছিল ওয়াইড। পরে অরন্য কুন্ডু উইকেট শিকারে যোগ দিলে ১৫ ওভারে ৬৫ রানে ৫ উইকেটে দলে পরিনত হয় আব্দুস সামাদ।
১৬তম ওভারে বল হাতে নিয়ে আব্দুস সামাদের শেষের দিকে ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফেরত পাঠান সাদিক হুসাইন। প্রথম ওভারে দুই রান দেয়া সাদিক নিজের করা পঞ্চম ওভারে তিন উইকেট তুলে নেন। এর মধ্যে ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিল যশোর ক্রিকেট কোচিং সেন্টারের এ ক্রিকেটার।
আব্দুস সামাদের সাত নম্বরে ব্যাট করতে নেমে রায়হান মোল্লা ৩৫ বলে ৯টি চারে সর্বোচ্চ ৪৪ রান করেন। এরপাশে আজিজুল হাকিম ১৪ বলে ২টি চারে ১২, সাকিব সরকার ৪১ বলে ২টি চারে ২১, সামিউল ইসলাম ১৫ বলে ১২ রান করেন।
জিলা স্কুলের বাঁহাতি স্পিনার সাদিক হোসাইন ৬ ওভারে ২টি মেডেনসহ ২৩ রানে ৫টি, অরন্য কুণ্ডু আকাশ ৩৩ রানে ৩টি ও ইমরান মাহমুদ ৯ রানে দুটি উইকেট দখল করেন।
