শার্শা বিএনপির দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকালে বিএনপির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা না। তিনি সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী প্রতিটি নাগরিকের নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন দেশ ও দেশের মানুষকে কীভাবে ভালবাসতে হয়। একারণে মৃত্যুর পরও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। তরিকুল ইসলামকে বলা হয় যশোর উন্নয়নের কারিগর। আপাদমস্তক রাজনীতিক এই মানুষটি নানা অত্যাচার, জেল-জুলুম-নির্যাতন সহ্য করলেও কখনো পিছু হটেননি। সাধারণ মানুষের সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। কর্মগুণেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মোন্তাসিম বিল্লাহ সাগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খাঁনসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
