নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রওশন আলীর ২৯তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) জোহর বাদ নওয়াপাড়া ইউনিয়নের নওদাগা জামে মসজিদে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তারপর এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপদেষ্টা আবুল হোসেন খান, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সমবায় সম্পাদক মরহুমের ছেলে আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান বাবু, সদস্য আসাদুজামান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোদাচ্ছের আলী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমরান হাসান টুটুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক মীর আজাদ, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, ছাত্রলীগ নেতা রাজনুর প্রিন্স প্রমুখ।
মসজিদে দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ অ্যাডভোকেট রওশন আলীর কবর জিয়ারত করেন।