নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ মৌসুমে ফাইভ স্টার ক্লাবের হয়ে খেলে দশম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মাহাদি। এই পারফরম্যান্সে প্রথমবারের জেলা দলের প্রাথমিক দলেও সুযোগ পান। তবে চলতি মৌসুমে নিজেকে খুঁজে ফিরছিলেন। প্রথম ম্যাচে শূন্যর পর দ্বিতীয় ম্যাচে করেন ২৪ রান। রোববার সাবেক ক্লাব ফাইভ স্টারের বিপক্ষে নিজেকে মেলে ধরে তুলে নেন মৌসুমের প্রথম ফিফটি।
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে মাহাদির অর্ধশতকের উপর ভর করে প্রথমে ব্যাট করে আসাদ ক্রিকেট একাডেমি ২২৫ রান করে। পরে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ফাইভ স্টারকে ১৪৫ রানে গুটিয়ে ৮০ রানে জয় তুলে নেয় আসাদ ক্রিকেট একাডেমি।
এদিনের ম্যাচটি লিগের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। এ ম্যাচে দুই দলই তাদের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আনে।
তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসাদ ক্রিকেট একাডেমির অধিনায়ক তানভীর রশিদ আরাপ। পরীক্ষার জন্য দলের মূল দুই বোলার বাঁহাতি স্পিনার মাহফুজ ও লেগ স্পিনার নাঈমুর রহমান কৌশিককে ছাড়াই একাদশ সাজাতে হয় ফাইভ স্টারকে। দুই বোলার না থাকার সুযোগ দারুন ভাবে কাজে লাগিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রানের চ্যালেঞ্জি স্কোর দাঁড় করায় আসাদ ক্রিকেট একাডেমি।
মূলত মাহাদিকে ঘিরেই আসাদের ব্যাটিং ইনিংস গড়ে উঠে। আউট হওয়ার আগে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান মাহাদি। ৮৮ বলে অর্ধশতক করা মাহাদি ফিরে ৬৮ রান করে। ফিফটির আগে ৭টি বাউন্ডারি মারা মাহাদি পরে আরও একটি চার ও ২টি ছয়ের মার মারেন। মাহাদির আউটের পর ঝড়ো ব্যাটিংয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান মিরাজুল ইসলাম মুন। মুন ২৫ বলে ৩টি ছয় ও ২টি চারে অপরাজিত ৩৬ রান করেন। এরপাশে অভিক ঘোষ বিল্টু ২১, উজান ভদ্র ২৩ ও হামিদুল ইসলাম করেন ১৪ রান।
ফাইভ স্টার ক্লাবের জাওয়াদ মো. রয়েন ৪৫ রানে ও নির্জন ৩১ রানে তিনটি করে, আল আমিন ৩৩ বলে দু’টি এবং একটি উইকেট নিয়েছেন আল মামুন রাজু।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় ফাইভ স্টার ক্লাব। মিডল অর্ডার থেকে ওপেনে উঠে আসা রমজান ও আল আমিন এবং মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা রয়েনের কল্যাণে ১২ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ৬৮ রান তুলে ফেলে তারা। রমজান (২৮) ও আল আমিন (১৯) রান করে ফিরলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। রমজানের ৩৯ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। এই দুজনের পর খুব বেশি সময় স্থায়ী হয়নি বহিরাগত কোটায় খেলা উত্তম সরকার ও দলীয় অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু। উত্তম চার বলে ০ ও রাজু ৫ রান করেন। তবে একপ্রান্তে আগলে রেখেছিলেন রয়েন। সপ্তম ব্যাটার হিসেবে রয়েন যখন সাজঘরে ফিরে যান তখন ফাইভ স্টারের রান ছিল ১৩১। রয়েন ফেরার খুব বেশি সময় স্থায়ী হয়নি ফাইভ স্টারের দলীয় ইনিংস। রয়েন ৫৬ তিন চার ও এক ছয়ে ৪২ রান করেন।
বল হাতে আসাদের হয়ে মিরাজুল ইসলাম মুন ৩৬ রানে চারটি, রেজওয়ান হোসেন ৩৯ রানে তিনটি, একটি করে উইকেট নিয়েছেন শামীম শরীফ, রাজন ও হামিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আসাদ ক্রিকেট একাডেমি
আসাদ ক্রিকেট একাডেমি : ৫০ ওভার ২২৫/৯ (রাইসুল ইসলাম রনি ১১, অভিক ঘোষ বিল্টু ২১, মাহাদি ৬৮, শামীম শরীফ ১, উযান ভদ্র ২৩, হামিদুল ইসলাম ১৪, রেজওয়ান ৯, মিরাজুল ইসলাম মুন ৩৬*, হাসানুর ১২, তানভীর রশিদ আরাপ ৪, রাজন ১; আল আমিন ২/৩৩, উত্তম সরকার ০/৪৮, রয়েন ৩/৪৫, আল মামুন রাজু ১/৬২, নির্জন ৩/৩১)।
ফাইভ স্টার ক্লাব : ৩৭.৩ ওভার ১৪৫/১০ (রমজান ২৮, আল আমিন ১৯, উত্তম সরকার ০, আল মামুন রাজু ৫, তারেক ৩, তীর্থ ১৩, নির্জন ৩, রাকিব ২, পিয়াস ১, আল আমিন ৫; হাসানুর ০/১৮, রাজন ১/২২, রেজওয়ান ৩/৩৯, মিরাজুল ইসলাম মুন ৪/৩৬, শামীম শরীফ ১/১৮, হামিদুল ইসলাম হৃদয় ১/৪)।
ফলাফল : আসাদ ক্রিকেট একাডেমি ৮০ উইকেটে জয়ী।