ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সিলমোহর পোড়ানোর প্রতিবাদে আনারুল ইসলাম রিফার মেম্বারসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার বিকাল ৪টায় গদখালী ইউনিয়ন পরিষদের সামনে গদখালী ইউনিয়নবাসীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। ইউপি সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যানের ভাইপো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন।
এসময় তিনি বক্তব্যে বলেন, চাচা ছিলেন আমার একান্ত অভিভাবক ছিলেন। তিনি সর্বসময় আমাকে তার নিজের ছেলের মতো স্নেহ করতেন। তার মৃত্যু নিয়ে যখন এলাকাবাসী শোকাহত ঠিক তখনই ইউপি সদস্য আনারুল ইসলাম রিফারের কর্মকা-ে আমরা হতবাক হয়ে পড়েছি। আমার চাচার সাথে তার খারাপ সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। তাই বলে তার লাশ দাফন হওয়ার পূর্বেই তার ইউনিয়ন পরিষদের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার মত এমন নৃশংস কর্মকা-ের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও প্রশাসনের নিকট এই নৃশংস কর্মকা-ের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হযরত আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, গদখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, মিন্টু, সোহাগ, আক্তার, মাস্টার ময়নাল, ইউপি সদস্য হুমায়ন কবির মিলন, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জেল হোসেন তোফা, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, নুর হোসেন, মনিরুজ্জামান মনির, তাজ উদ্দিন, শাহিনুর বেগম, মহিলা যুবলীগের সদস্য রেশমা বেগম, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মিঠু প্রমুখ।