নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে আটক করেছে র্যাব। ২০১৪ সালের ১৫ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে নাঈমুল ইসলাম রিয়াদ নামে এক শিক্ষার্থী খুন হন।
ওই মামলার আসামি শাহীকে শুক্রবার বিকেলে এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি র্যাব ক্যাম্প যশোরের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার এম নাজিউর রহমান নিশ্চিত করেছেন। আটক শাহী যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানিয়েছে, ছাত্রলীগের অভ্যান্তরিন কোন্দলে দুই গ্রুপের মধ্যে ২০১৪ সালের ১৫ জুলাই প্রকাশ্যে বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে নাঈমুল ইসলাম রিয়াদকে খুন করা হয়। এই ঘটনায় নিহত রিয়াদের মামা রফিকুল ইসলাম তৎকালিন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছিলেন।