নিজস্ব প্রতিবেদক
৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শহরের শংকরপুর মুরগি ফার্ম গেট এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী হবি চৌধুরী মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন, কাউন্সিলর গোলাম মোস্তফার দুই ভাই গোলাম রসুল ডাবলু ও গোলাম সিদ্দিক, আলমগীর হোসেন পিন্টু, তার দুই ছেলে জুয়েল ও রুবেল এবং একই এলাকার মামুন ওরফে নায়ক মামুন।
হবি চৌধুরী মামলায় উল্লেখ করেছেন, ২০১৭ সালে তাকে নানাভাবে হয়রানি করতে থাকেন কাউন্সিলর মোস্তফা, তার ভাইসহ অন্যরা। একপর্যায় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর ক্ষিপ্ত হয়। ২০১৭ সালের ১ জানুয়ারি বেলা ১১ টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা প্রথমে পিস্তলের বাট দিয়ে তার কপালে আঘাত করেন। এরপর গোলাম রসুল ডাবলু লোহার রড দিয়ে তার পায়ে আঘাত করতে থাকে। এসময় তার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারধর ও পরনের কাপড় টানা হেঁচড়াসহ গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। চাঁদা দিতে অস্বীকার করায় জোর করে ঘরের ভিতর ঢুকে আলমারি ভেঙ্গে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। আসামিরা ভাংচুর, লুটপাট ও মারধর করে চলে যাওয়ার সময় পেট্রোল দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে এতো দিন মুখ বুজে সহ্য করেন। পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতে এই মামলা করেন।
