ঢাকা অফিস
সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতাও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছে সেখানে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও দাবদাহ হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলেও গরম বাড়বে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে অধিদপ্তর জানায়, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে সূর্য অস্ত যাবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, শনিবার ঢাকায় সূর্যোদয় ৫টা ২৬ মিনিটে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও বান্দরবানে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ২৯ মিলিমিটার।