বিনোদন ডেস্ক
প্রায় ২৫ বছর আগে রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে বলিউড সুপারস্টার সালমান খানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স বিষ্ণোই, যিনি সিধু মুসে ওয়ালা খুনের অভিযোগে এখন জেলবন্দি।
দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই ঘটনার প্রতিশোধ নিতেই সালমানকে খুন করতে চেয়েছিলেন লরেন্স। হুমকি দিয়েছিলেন, সালমানকে ক্ষমা চাইতে হবে। সেই সময় বেনামি চিঠি পেয়েছিলেন অভিনেতা। যাতে লেখা ছিল, ‘মুসে ওয়ালার মতো তোমাকেও মেরে ফেলব।’ যদিও এই ধরনের চিঠির কথা অস্বীকার করেন সালমান।
শোনা গিয়েছিল, সালমানকে খুন করার জন্য ২০১৮ সালে চার লক্ষ টাকা দিয়ে একটি রাইফেলও কিনেছিলেন তিনি। সম্প্রতি লরেন্স বিষ্ণোই বলেছেন, তিনি সালমান খানের কাছ থেকে ক্ষমাপ্রার্থনা আশা করছেন এবং যদি তিনি তা করতে ব্যর্থ হন, তা হলে পরিণতির জন্য যেন প্রস্তুত থাকেন।
কয়েক মাস আগে তিনি জানান, সালমানকে কখনোই ক্ষমা করবেন না। তার কথায়, ‘আমাদের গোষ্ঠীর মধ্যে ওকে নিয়ে ক্ষোভ রয়েছে। যদি ও ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারও উপর নির্ভর করব না। ছোটবেলা থেকে ওর উপর রাগ রয়েছে। তবে যদি আমাদের বিষ্ণোই সমাজ মাফ করে দেয়, তা হলে আমি কিছু করব না।
আরও পড়ুন: অবশেষে বিয়ে করছেন সজল