বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর সেটে বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা আরও শক্ত করা হয়েছে। অতীতে পাওয়া হুমকির কারণে প্রযোজনা প্রতিষ্ঠান এন্ডেমল শাইন ইন্ডিয়া এই পদক্ষেপ নিয়েছে। শুটিং চলাকালীন লাইভ দর্শককে ভেতরে ঢুকতে দেয়া হবে না এমন সিদ্ধান্তও নেয়া হয়েছে।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায় ‘বিগ বস ১৯’-এর প্রধান নির্বাহী ঋষি নেগি জানান, গত দুই–আড়াই বছরে সালমান খানের নিরাপত্তা হুমকির কারণে আমরা অতিরিক্ত ব্যবস্থা নিয়েছি। শুটিংয়ে কে আসছে, তার ওপর কঠোর নজরদারি করা হচ্ছে। স্থায়ী হোক বা অস্থায়ী কর্মী, সাপ্লাইয়ার সবার অতীত রেকর্ড যাচাই করা হচ্ছে।
নেগি আরও বলেন, আমাদের কর্মী বাহিনীতে প্রায় ৬০০ জন কাজ করেন। দিনে তিন শিফটে টানা ২৪ ঘণ্টা নিরাপত্তা ও ব্যবস্থাপনা চলছে। এখানে নারীরাও যথেষ্ট অংশগ্রহণ করছেন। কনটেন্ট সিকিউরিটি হোক বা ব্যবস্থাপনা আমরা কোনও আপস করি না।
শুধু প্রযোজনা প্রতিষ্ঠান নয়, সালমান খান নিজেও ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়েছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি দুবাই থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। এছাড়া, বাসভবনের বারান্দায়ও বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহ