এসএম মিজানুর রহমান শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় সিংহড়তলীতে চোখ জুড়ানো ফসলের মাঠে ৬০-৭০ একর বোরো ফসলি জমিতে পানি দিতে না পারায় ফসল মারা যাচ্ছে। গত ১০ মার্চ সিংহড়তলী গ্রাম থেকে পল্লী বিদ্যুতের ৩টি মিটার পল্লী বিদ্যুতের লোকজন খুলে নিয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। সিংহড়তলী গ্রামের কৃষকরা বোরো ধান চাষ শুরু করেছে। এখানে ভূগর্ভস্থ মিষ্টি পানি থাকায় পানি তুলে ধান চাষ করছেন। ৬০-৭০ একর কৃষি জমিতে এলাকার কৃষকরা বোরো ধানের চাষ করেছেন। সেখানে পারিবারিক মিটার ব্যবহার করে ধানে পানি দিতো। এখানে ৭০ জনের বেশি কৃষক ধান চাষ শুরু করেছেন। ঠিক সে সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তিনটি মিটার খুলে নিয়ে যান ।
পল্লী বিদ্যুতের ডিজিএম জোনাল অফিস শ্যামনগর শহীদ লেহাজ আলী বলেন, সিংহড়তলী গ্রামে আমরা যে পারিবারিক মিটারগুলো দিয়েছি শুধুমাত্র পরিবারে ব্যবহারের জন্য। এখানে আলাদা প্রক্রিয়ায় সেচ মিটার নিতে হবে। কৃষকরা অঙ্গীকারপত্র দিয়ে মিটার লাগিয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে পানি তোলার বিকল্প ব্যবস্থা করে নিতে হবে যেকোনো মুহূর্তে আমাদের মিটার নষ্ট হয়ে যেতে পারে।