নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জাকির হোসেনের বিরুদ্ধে ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে পৌনে ২ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে রোববার আদালতে মামলা হয়েছে। আব্দুর রাজ্জাক মন্ডল নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। তিনি শার্শা উপজেলার আব্দুল গনি মন্ডলের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
অভিযুক্ত জাকির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলতি গ্রামের নুর ইসলামের ছেলে।
আব্দুর রাজ্জাক মন্ডল মামলায় উল্লেখ করেছেন, দুঃসম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে জাকির হোসেনের সাথে আব্দুর রাজ্জাক মন্ডলের পরিচয় হয়। এক পর্যায়ে জাকির হোসেন তাকে জানান, বিভিন্ন অফিসের খচর হিসেবে ৪ লাখ টাকা দিলে তিনি তার ছেলে ইমরান হোসেন বাপ্পীকে কমার্শিয়াল ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে কম্পিউটার অপারেটর অথবা গার্ডের পদে চাকরি পাইয়ে দিবেন। এরপর মৌখিক চুক্তিতে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৩ দফায় ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জাকির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে দেন আব্দুর রাজ্জাক মন্ডল। এছাড়া ২৫ নভেম্বর তাকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। কথা ছিলো ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দিবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় জাকির হোসেনকে দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত চান আব্দুর রাজ্জাক মন্ডল। কিন্তু জাকির হোসেন টাকা পরিশোধ না করে নানাভাবে ঘোরাতে থাকেন। সর্বশেষ গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে যশোর শহরের দড়াটানা মোড়ে দেখতে পেয়ে জাকির হোসেনের কাছে টাকা ফেরত চান আব্দুর রাজ্জাক মন্ডল। এ সময় জাকির হোসেন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ কারণে আদালতের আশ্রয় নিয়েছেন আব্দুর রাজ্জাক মন্ডল।