বিনোদন ডেস্ক
প্রায়ই বাঁকা বাঁকা মন্তব্য করে চর্চায় উঠে আসেন বলিউড ‘দুর্মুখ’ নায়িকা কঙ্গনা রনৌত। ইতিবাচক মন্তব্য তাঁর কাছে খুব কমই শোনা যায়। সম্প্রতি ‘পাঠান’ ছবি ঘিরে তির্যক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এই বলিউড অভিনেত্রী।
তাঁর পোস্টে প্রায়ই ছড়িয়ে পড়ে হিংসার কথা। তবে এবার ব্যতিক্রম ঘটল। ‘শেরশাহ’ জুটিকে ঘিরে দারুণ মন্তব্য দেখা গেল তাঁর এক পোস্টে।
এই মুহূর্তে ভারতের বিনোদন দুনিয়ার দৃষ্টি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির বিয়ের দিকে। ৬ ফেব্রুয়ারি বিটাউনের এই জনপ্রিয় জুটি সাত পাকে বাঁধা পড়ছেন। রাজস্থানের মরু শহর জয়সলমীরের বিলাসবহুল সূর্যগঢ় প্যালেসে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে। সিদ্ধার্থ আর কিয়ারার বিয়ে ঘিরে ভক্তরাও উৎফুল্ল। এবার এই খুশিতে শামিল হয়েছেন কঙ্গনা রনৌত।
এবার কঙ্গনা তাঁর পোস্টে ভালোবাসা উজাড় করে দিলেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি শেয়ার করেছেন। এই স্টোরিতে সিদ্ধার্থ আর কিয়ারার এক মিষ্টি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। আর তাঁদের নিখাদ ভালোবাসার প্রশংসা করেছেন তিনি।
কঙ্গনা এই পোস্টে ‘শেরশাহ’ জুটির উদ্দেশ্যে লিখেছেন, ‘এই জুটি খুবই আদুরে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ রকম খাঁটি ভালোবাসা আমরা খুব কমই দেখতে পাই। দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে।’ এই পোস্ট তিনি সিদ্ধার্থ আর কিয়ারাকে ট্যাগ করেছেন। কঙ্গনার এই ইনস্টা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে। আর সবাই এই পোস্টকে ঘিরে ভালোবাসা ভরিয়ে দিচ্ছেন।
সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক নিয়ে প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন চিত্রনির্মাতা করণ জোহর।
আরও পড়ুন: বেঁচে থাকতে পারত জ্যাক, জানালেন টাইটানিকে পরিচালক