নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৫ বছর পর যশোর কেন্দ্রীয় কারাগারে শান্তিপূর্ণভাবে দরপত্র জমা দিলেন ঠিকাদাররা। এতোদিন সিন্ডিকেট এগুলো নিয়ন্ত্রণ করে আসছিল।
কারাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ তারিখে এক কোটি ৯ লাখ টাকার খাদ্যপণ্য সরবরাহের দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ছিল দরপত্র জমাদানের শেষ দিন। যশোর জেলা প্রশাসক কার্যালয়, কোতোয়ালি থানা ও কারাগারে রাখা ছিল দরপত্র বাক্স। ২১টি সিডিউল বিক্রি হলেও অংশ নিয়েছেন ৯ জন ঠিকাদার।
কারাগারে প্রতিদিন গড়ে ১৩শ বন্দির জন্য খাবার সরবরাহ করেন থাকেন ঠিকাদার। সবজি, মাছ, মাংস ও ডিম পেয়ে থাকেন বন্দিরা। সপ্তাহে ৪ দিন সকালে খেচুড়ি দেয়া হয় তাদের। দুপুর ও রাতে দেয়া হয় মাছ ও মাংস। একজন বন্দি ১১৬ গ্রাম মাছ ও ৩৭ গ্রাম মাংস পেয়ে থাকেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, গতকাল ছিল দরপত্র জমাদানের শেষ দিন। এদিন তিনটি স্থানে দরপত্র ফেলার বাক্স রাখা ছিল। মোট ৯টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছেন। এখানে কোন বাধার ঘটনা ঘটেনি। ঠিকাদাররা নির্বিঘেœ দরপত্র ফেলতে পেরেছেন।