নিজস্ব প্রতিবেদক
খুব অল্প সময়েই দুই মিলিয়ন ভিউ হয়েছে দৈনিক কল্যাণের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন। ‘সিন্ডিকেট ভেঙে কমেছে গরুর মাংসের দাম’ শিরোনামে এই ভিডিও প্রতিবেদনটি দর্শকদের মাঝে ছিলো আলোচনায়। তাইতো মাত্র তিন দিনেই দুই মিলিয়ন ভিউয়ের তালিকায় স্থান পেয়েছে প্রতিবেদনটি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বতির সময়ে মাংসের দাম কেজিতে একশত টাকা কমিয়ে ক্রেতাদের নাগালে আনার প্রতিবেদনটিতে ইতিবাচক মন্তব্যও করেছেন বেশিরভাগ দর্শক। অতি মুনফা থেকে কম মুনফাতে মাংস বিক্রির এমন অনন্য নজির স্থাপন করাতে বিক্রিতাকেও সাধুবাদ জানিয়েছেন দর্শক-শ্রোতারা।
গত ১১ সেপ্টেম্বর ‘সিন্ডিকেট ভেঙে কমেছে গরুর মাংসের দাম’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক কল্যাণ। যা পত্রিকার ফেসবুক পেজে আপলোড করা হয়। প্রতিবেদনে বলা হয়, সিন্ডিকেট করে গরুর মাংসের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকে অসাধু ব্যবসায়ীরা। যা গিয়ে পৌঁছে প্রতি কেজি ৭৫০ টাকায়। এ সিন্ডিকেট ভেঙে কেজিতে একশ টাকা কমে বিক্রি শুরু করেন যশোর শহরের ধর্মতলার এক ব্যবসায়ী। প্রতিবেদনে ব্যবসায়িক সততার অনন্য নজির স্থাপন করা মাংস বিক্রেতার সিন্ডিকেট ভাঙ্গার গল্প উঠে আসে। সিন্ডিকেট ভেঙ্গে ব্যবসা করাতে প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক কল্যাণের প্রতিবেদনটি অসংখ্য মানুষ শেয়ার দিচ্ছেন। প্রতিবেদনটি ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার জন তাদের বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক হাজার সাতশ জন বিভিন্ন মন্তব্য করেছেন। ১২ হাজার লোক প্রতিবেদনটি শেয়ার করেছেন।