নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পর্যায়ে আটবার অংশ নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। কিন্তু বিভাগীয় পর্যায়ের বাধা পার হয়ে চূড়ান্ত পর্বে খেলতে পারেনি স্কুলটি। তবে সেই বাধা দূর করতে চলতি আসরে দারুন শুরু করেছে তৌহিদুর রহমানের শিষ্যরা। শনিবার নড়াইল জেলা স্টেডিয়ামে সাতক্ষীরার জেলা চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হারিয়েছে সানোয়ার-কাবিদ আল সিয়ামরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের ঝড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩৬ ওভার তিন বলে সব কয়টি উইকেট হারিয়ে ২০৭ করে। জবাবে বাঁহাতি স্পিনার সানোয়ার হোসেনে ঘূর্নিতে ১৬২ রানে গুটিয়ে যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
ব্যাট হাতে শিক্ষা বোর্ড স্কুলের আসাদুল্লাহ ৬১ বলে সাতটি চারে ৩৫, কাবিদ আল সিয়াম ৮৩ বলে সাতটি চার ও আটটি ছয়ে ১০৭ ও শেখ সাকিবুর ৩৫ বলে দু’টি চারে ১৭ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ৩৯ রান।
বল হাতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হাসানুল ১৮ রানে চারটি, শেখ আজমত ৩৬ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন দীপন রায়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটিং ইনিংসে নাজমুস সাদাত ৪৮ বলে ছয়টি চারে ৪০, শেখ জনি ৪৩ বলে আটটি চারে ৪০ ও রায়হান হোসেন ৪০ বলে তিনটি চার ও ছয়ে ৩৯ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৩ রান।
বল হাতে যশোর শিক্ষা বোর্ড স্কুলের সানোয়ার হোসেন ৩১ রানে পাঁচটি, কাবিদ আল সিয়াম ২৫ রানে দু’টি, একটি করে উইকেট নিয়েছেন আরিফুল ও সাকিবুর।