ঢাকা অফিস
রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং নেতা শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার অন্যতম সহযোগী মসিউর রহমান রকিকেও (২৮) গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে ঢাকার সাভার মডেল থানার রাজাসন ও বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় র্যাব-৪ ও ৮ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় সিয়ামের পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন। তারা দারুস সালাম এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
তাদের নামে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু