ঢাকা অফিস: ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হোসনে আরা মারা গেছেন। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনই মারা গেলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজন মারা যান। সবশেষ আজ সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হোসনে আরা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরো বলেন, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়।
গত ৭ জানুয়ারি ভোরের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মো. মনজুরুল ইসলাম, জোসনা বেগম, সাদিয়া আক্তার ও শিশু মরিয়ম আগেই মারা যান। মঙ্গলবার সকালে মারা গেলেন হোসনে আরা।
আরও পড়ুন: পেটের মধ্যে প্যাকেটভর্তি ইয়াবা, অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি
১ Comment
Pingback: রামপুরায় গৃহবধূর আত্মহত্যা - দৈনিক কল্যাণ