নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে দুঃসাহসিক বাইক ভ্রমণে বের হয়েছে ৪৫ ঊর্ধ্ব ‘তরুণদের’ ১৬ জনের একটি টিম। ৪৫ প্লাস এনার্জি শ্লোগানে গতকাল তারা রয়েল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে যশোর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত সিলেট ভ্রমণের জন্য তারা বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই যশোর ত্যাগ করেন।
শহরের চারখাম্বা মোড়ে রয়েল এনফিল্ড শো-রুমের সামনে তাদের যাত্রার শুভকামনা করে বিদায় জানান বিশিষ্ট শিল্পপতি শ্যামল কুমার দাস, ইফাদ মোটরস লিমিটেডের এরিয়া ম্যানেজার (সার্ভিস) রাকিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) শাহ আলম, এনফিল্ড শোরুমের প্রোপাইটার অচিন্ত্য কুমার ধর।
এ আনন্দযাত্রায় অংশ নিয়েছেন সাংবাদিক হোসেন সোহেল, এজাজ উদ্দিন টিপু, এহসান-উদ-দৌলা মিথুন, মেহেদী হাসান শিমুল, খায়রুজ্জামান সুজন, সালাউদ্দিন সিকদার, ডলার, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান, কচি, আশিক, জয়ন্ত বসু, ওয়াসিম, বাবু।