নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। স্বর্ণগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জুলাই) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে এসব স্বর্ণ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযানে অংশ নেয়। অভিযানের সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে আরোহী তা ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলটির মূল্যসহ উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।
বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।