এসএম মিজানুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া তালপট্টি বড় খাল এলাকায় বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। ২৪ মার্চ বেলা ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মৌয়াল সোলাইমান শেখ (৫৫) শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে বাড়ি।
নিহতের প্রতিবেশীরা জানান, তিন দিন আগে ৫ জনের একটি দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিল। বৃহস্পতিবার বেলা ৪টার দিকে মধুর চাক কাটতে গেলে সোলাইমান শেখকে বাঘে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে শুক্রবার রাত ৩টার দিকে বাড়িতে খবর দেয় সঙ্গী মৌয়ালরা।
বাঘের আক্রমণে নিহত মৌয়ালের মরদেহটি লোকালয়ে ফিরিয়ে আনা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান জানান, সুন্দরবনের হলদিবুনিয়া তালপট্টি বড় খাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, দুর্গম ওই এলাকায় নেটওয়ার্ক থাকে না। তবে বন বিভাগের কর্মীদের এলার্ট থাকতে বলেছিলাম। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে বুড়িগোয়ালিনী পর্যন্ত নিয়ে আসার পর মরদেহ আত্মীয় স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছে।