সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গহীনে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগ সদস্যরা। শুক্রবার ভোর ৬টার দিকে গহউন সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকা থেকে ওই জেলেদের আটক করা হয়।
আটক দুই জেলে হলেন, বাগেরহাট জেলার মোংলা থানার চাঁদপাই গ্রামের জুলফিকার আলী ও মিরাজ হোসেন।
বনবিভাগ জানায়, বনবিভাগ মুন্সিগঞ্জ স্টেশন অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে বনবিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা গহিন সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে উক্ত দুই জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় দুই লিটার বিষ, একটি ট্রলার, জাল ও ১’শত কেজি বিভিন্ন প্রজাতির মাছ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সহকারী বনসংরক্ষক এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।