বিনোদন ডেস্ক: ২০২২ সাল পেরিয়ে ২৩ চলে আসল। নতুন বছরে নতুন পরিকল্পনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় সকলের। যার যার মতো সাজাচ্ছেন পুরো বছরের ক্যালেন্ডার। ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানও সাজিয়েছেন তার পরিকল্পনা। জানালেন, কথায় নয় কাজে প্রমাণ করবেন তিনি।
শাকিবের পরিকল্পনায় রয়েছে ছবির সংখ্যা কমিয়ে ভালো মানের কাজ উপহার দেওয়া। এক্ষেত্রে বড় বাজেটের ভালো কাজগুলো দর্শকদের উপহার দিতে চাচ্ছেন তিনি।
শাকিব বলেন, সংখ্যার বিচারে এ বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি এ বছরটা হবে বেস্ট প্রজেক্ট করার বছর।
নতুন বছর নতুনভাবে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন ঢালিউড কিং। তার ভাষায়, নতুন বছর একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দিতে দেব এ বছর।
করোনা থাবার পর গেল বছরটা ছিল ঢাকাই চলচ্চিত্রের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর বছর। বেশ কিছু সিনেমা আশা দেখেয়েছে। সেটা উঠে এলো শাকিব খানের কথায়ও।
নায়ক বললেন, করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটেছে। গেল বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরো ভালো কিছু অপেক্ষা করছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি। নতুন বছরে মুক্তি পাবে এটি। এছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন: মুক্তির আগেই শেষ ‘পাঠান’-এর টিকিট