নিজস্ব প্রতিবেদক
গ্রুপ পর্বের তিন ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেয় মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ রানে তিন উইকেট হারালেও আজাদ স্পোর্টিং ক্লাবের ১৬৯ রান টপকে যায় ২৮ ওভার এক বলে টপকে বসুন্দিয়ার দলটি। গ্রুপ পর্ব যেখানে শেষ করেছিল সুপার লিগ পর্বের প্রথম ম্যাচে সেখান থেকেই যেন শুরু করলো দলটি। বৃহস্পতিবার সুপার লিগ পর্বের প্রথম ম্যাচে দাপটের সাথে উপশহর ইয়থ ক্লাবকে পরাজিত করে। শামস্-উল-হুদা স্টেডিয়ামে উপশহর ইয়থের করা ১৭৮ রান মুসলিম ফ্রেন্ডস টপকে যায় ৬ উইকেট ও ২৫ বল হাতে রেখে।
ঈদের কারণে এক সপ্তাহের বিরতির পর শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় উপশহর ইয়থের অধিনায়ক রিয়াদ টুইন। ব্যাট করতে নেমে ৪৬ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে পঞ্চম উইকেটে রুমি ও সাথীর ৮৭ রানে জুটিতে ঘুরে দাঁড়ানো চেষ্টা করে। তাতে বাধ সাধেন মুসলিম ফ্রেন্ডসের অধিনায়ক আল মামুন। এক ওভারে রুমি ও সাথীর সাথে রিয়াদ তুলে নিয়ে উপশহর ইয়থের বড় রানের সম্ভাবনাকে শেষ করে দেন। রুমি এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। উইকেটকিপারের হাতে ক্যাচ দেয়ার আগে খেলেন ৫০ বল। মারেন ৪টি চার ও একটি ছয়ের মার। সাথী ৫১ বলে দুটি চারে করেন ২৯ রান। আল মামুন পরে আরও দুই উইকেট নিলে নির্ধারিত ওভারের ৪ বল বাকি থাকতে সব ক’টি উইকেট হারিয়ে ১৭৮ রান করে। এই দুজনের পাশে উপশহর ইয়থের ব্যাট হাতে বশির ২২ বলে তিনটি চারে ১৬, রয়েল ২৪ বলে দু’টি চারে ১৮, রিজভী নয় বলে দু’টি চারে ১১ ও আরমান ১৯ বলে ১১ রান করেন। বল হাতে আল মামুন ৪৪ রানে পাঁচটি, শফিকুজ্জামান ২০ রানে ও তৌহিদুর ৩৫ রানে দু’টি করে এবং একটি উইকেট নিয়েছেন ইব্রাহিম রাজা।
জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করা সাজ্জাদ আবারও ব্যাট হাতে ঝড় তোলেন। খেলেন ৩৬ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস। তাতে ৩৪ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মুসলিম ফ্রেন্ডস। এক ঘন্টা ক্রিজে থেকে সাজ্জাদ মারেন ৫টি চার ও ৪টি ছয়ের মার। এছাড়া আল মামুন ৩৫ বলে চারটি চার ও একটি ছয়ে ২৬, মাহফুজ আহমেদ ২৯ বলে একটি চারে ১০, হাসিবুল শান্ত ৫৭ বলে ১৯, শফিকুজ্জামান ৩৪ বলে একটি চারে অপরাজিত ১৬ ও ইব্রাহিম রাজা ২৪ বলে তিনটি চারে অপরাজিত ২৫ রান করেন। উপশহর ইয়থের বল হাতে রিয়াদ ২৪ রানে তিনটি ও আরমান নিয়েছেন একটি উইকেট।