নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে দারুণ ফিফটিতে টেনে তোলেন আশিকুল ইসলাম নিলয়। মঙ্গলবার সুপার লিগের প্রথম ম্যাচেও অর্ধশতকের দেখা পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের এ মিডল অর্ডার ব্যাটার। নিলয়ের ফিফটি ও চারজনের ৩০ ছাড়ানো ইনিংসে প্রথমে ব্যাট করা ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ২৬৬ রানের চ্যালেঞ্জি স্কোর দাঁড় করায়। গত কয়েক মাচে বল হাতে নিজের ছায়া হয়ে থাকা মঈনুল এদিন জ্বলে উঠেন। তাতে ৫ বল বাকি থাকতে অল আউট হয়ে ১৮৪ রান করতে পারে ইয়াং প্যাগাসাস। ৮২ রানের জয়ে সুপার লিগ শুরু করলো লিগের অন্যতম শিরোপার দাবিদার শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দল বলে পরিচিত পাওয়া ক্লাবটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল সিলেট সিক্সার্সের হয়ে খেলতে যাওয়ায় নিয়মিত অধিনায়ক জাওয়াদ মো. রয়েনকে ছাড়া খেলতে নামে। নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া মঈনুল ইসলাম সোহেল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জামাদুস সানি ও রুবেল মাহমুদ। ৯১ বলে স্থায়ী জুটি স্কোর বোর্ডে জমা করেন সমান ৯১ রান। পরের ৬৫ রান তুলতে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। হোসেনকে নিয়ে চাপ কাটিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান নিলয়। ফিফটি করে আউট হওয়ার আগে ষষ্ঠ উইকেটে হোসেনকে নিয়ে যোগ করেন ৮৩ রান। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নিলয় করেন ৫১ রান। নিলয়ের ৫৩ বলের ইনিংসে ছিল ৪টি ছয় ও দুটি চার। শেষ দিকে সোহেলুর জামান বাবুর ১১ বলে ১৫ রানের ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রানের পুঁজি পায় ইয়াং ড্রাগন। এরপাশে দলীয় অধিনায়ক সোহেল ২২ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৩৭, জামাদুস সানি ৩৯ বলে ৫টি চারে ও রুবেল মাহমুদ ৬৯ বলে ৩টি চারে ৩৬, হোসেন ৬০ বলে ২টি চারে ৩১ রান করেন।
ইয়াং প্যাগাসাসের জাহিদ হোসেন ৩১ ও আবু বক্কার ৬১ রানে ২টি করে এবং এসকে শোভন ও শামীম হোসেন সম্রাট ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইয়াং ড্রাগনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ফয়সাল হোসাইনের ফিফটিতে ৪৯ ওভার ১ বলে ১৮৪ রান করতে পারে প্যাগাসাস। ব্যাট হাতে ফয়সাল ১০২ বলে ৫টি চারে ৫৫, জাহিদ হোসাইন ৪৬ বলে সমান ২টি চার ও ছয়ে ৩৬, আবু বক্কার ২২ ও শোভন ২২ রান করেন।
ইয়াং ড্রাগনের সোহেল ১০ ওভারে ১টি মেডেনসহ ২৬ রানে ৪টি, সোহেলুর রহমান বাবু ১০ ওভারে ৩টি মেডেনসহ ৩২ রানে ২টি, আশিকুল ইসলাম নিলয়, ইমাদুল হক জুয়েল ও হোসেন ১টি করে উইকেট দখল করেন।