নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের ম্যাচ শুরু হয়েছে। শনিবার উপশহর কেন্দ্রীয় উদ্যানে সুপার থ্রি’র প্রথম ম্যাচে জয় পেয়েছে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর। তারা ৯ উইকেটে মণিরামপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
পিচ ঠিক না থাকায় ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা ২৫ মিনিট পর মাঠে গড়ায়। উভয় ইনিংসে ওভার নির্ধারণ করা হয় ২০। টসে জিতে ব্যাট করতে নেমে মণিরামপুর ক্রিকেট একাডেমি ১৮ ওভার তিন বল শেষে সব ক’টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে ১৩ ওভার তিন বলে এক উইকেট হারিয়ে বড় জয় নিশ্চিত করে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর।
ব্যাট হাতে মণিরামপুর ক্রিকেট একাডেমির বাদশাহ ১৬, রায়হান ১০, মিথুন ও রাজু ২৩ রান করেন। বল হাতে ইয়াকুব আলীর ইমদাদ তিনটি, রাফি, আসিফ ও আদর নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট দখল করেছেন সাহিদুল।
ইয়াকুব আলীর হয়ে আদর ৩৩, অমিত ২৭ ও নিলয় ৩২ রান করেন। বল হাতে মণিরামপুরের সুজন নিয়েছেন একটি উইকেট।