কল্যাণ রিপোর্ট: বিজয়ের ৫০ বছর উদযাপন ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুর নিকেতন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুর নিকেতনের প্রধান উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন উদীচী যশোর জেলা সংসদের উপদেষ্টা প্রয়াত রুহুল হক খোকার সহধর্মিনী রোজিনা হক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রতন কুমার দে।

