নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর চাঁচড়া গোলদারবাড়ি এলাকায় অবৈধভাবে মবিল বোতলজাতকারী অহনা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ড্রামের মবিল বোতলজাত করার অপরাধে মঙ্গলবার এ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়। বুধবার এ প্রতিষ্ঠানের মালিক সাহেব আলীর উপস্থিতিতে এ জরিমানা করে আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
উল্লেখ্য, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া গোলদার বাড়ি এলাকার অহনা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভিতরে অবৈধভাবে ড্রামে ভর্তি মবিল ভারতীয় ৩টি ব্র্যান্ডের বোতলে বোতলজাত করা হচ্ছিল। বোতলজাত করার জন্য সেখানে ৫টি ব্যারেলে মবিল মজুদ অবস্থায় পাওয়া যায়। আরও ৪টি ব্যারেল খালি ছিলো।
প্রতিষ্ঠানের মালিক না থাকায় মঙ্গলবার প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়া হয়েছিল। বুধবার সাহেব আলীর উপস্থিতি টের পেয়ে ভোক্তার অভিযানিক দল ঘটনাস্থলে যান। এরপর বোতলজাত মবিল পুনরায় ড্রামে ঢালা হয় এবং বিভিন্ন কোম্পানির স্টিকার ও নিরাপত্তা সীল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে অবৈধভাবে মবিল বোতলজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।