নিজস্ব প্রতিবেদক
আইনজীবী হাতে নির্যাতনের শিকার সেই রিকসা চালকের পাশে এসে দাড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি। ফেসবুক ভিত্তিক সেবা প্রতিষ্ঠানটি রোববার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন শেষে ভুক্তভোগী রিকসা চালক সাইফুল ইসলামকে একটি ইজিবাইক প্রদান করেন। এই সংগঠনটি ভুক্তভোগী রিকসা চালকের গ্রাম যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাপোর্ট হিউম্যানিটি টিম প্রধান আরিয়ান খান, শেখ রায়হান হোসেন, সাব্বির হোসেন, মান্নাফ, ইস্রাফিল, সাইফুল ইসলাম প্রমুখ। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জাতীয় রিকসা ভ্যান শ্রমিক লীগের জেলা সহ সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।
শুধু সাপোর্ট হিউম্যানিটি নয়, ভুক্তভোগী রিকসা চালকের পাশে রয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ। তার পক্ষে তার পুত্র যুবলীগ নেতা ইমতিয়াজ গনি খান সার্বক্ষনিক রিকসা চালক প্রবীণ সাইফুল ইসলামের খোঁজ খবর নিচ্ছেন। এদিনও তিনি সাপোর্ট হিউম্যানিটির ইজিবাইক প্রদান পর্বে হাজির ছিলেন। মূলত: তারই সমন্বয়ে এই সহযোগিতা পর্ব সম্পন্ন হয়।
সাপোর্ট হিউম্যানিটির টিম প্রধান আরিয়ান খান বলেন, এমন দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে তাদের সংগঠনটি। এটি একটি ফেসবুক ভিত্তিক সংগঠন হলেও তা ব্যাপক মানবিক কাজে সম্পৃক্ত। এটি আগামীতেও অব্যাহত থাকবে।