নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়েছিল যশোর ক্রিকেট কোচিং সেন্টার। তাতে এক ম্যাচ হাতে রেখেই ‘ক’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। অপরদিকে সেমিফাইনালে যেতে হলে জয়ের কোন বিকল্প ছিল না ঝিকরগাছা ক্রিকেট একাডেমির। এমন সমীকরণ নিয়ে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। তাতে ৫ উইকেটের জয়ে ‘ক’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঝিকরগাছার দলটি। অপরদিকে ঝিকরগাছার কাছে হেরেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। এ গ্রুপ থেকে দুই জয় নিয়ে রান রেটে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে এসএস ক্রিকেট একাডেমি।
অপরদিকে দিনের প্রথম ম্যাচে মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি ৯ রানে ঢাকার টাইগার ক্রিকেট একাডেমিকে হারিয়ে স্বান্ত¡নার জয় পেয়েছে।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুসলিম ফ্রেন্ডসের অধিনায়ক ইব্রাহিম। ব্যাট করতে নেমে দুই ওভারে ৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরে যায়। এরপর সাজ্জাদের সাথে অধিনায়ক ইব্রাহিম ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় রোধ করে। তবে প্রতিপক্ষ টাইগার ক্রিকেট একাডেমির ফিল্ডারদের অবদান আছে। তারা সহজ তিনটি ক্যাচ ছেড়েছেন। পরে অহিদুলকে সঙ্গে নিয়ে আরও একটি জুটি গড়েন সাজ্জাদ। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাজ্জাদ। সাজ্জাদের ফিফটিতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ৪২ বলে ফিফটি করা সাজ্জাদ শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৪৬ বলের ইনিংসে মারেন ৭টি চার ও ৩টি ছয়ের মার। এরপাশে ইব্রাহিম ৩৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৩১ ও অহিদুল ২০ বলে ৩টি ছয়ে ২৭ রান করেন। টাইগার ক্রিকেট একাডেমির রাব্বি ৩২ রানে ও মোমিন ১২ রানে ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় টাইগার ক্রিকেট একাডেমি। তবে শেষ তিন ওভারে ৭ উইকেট হাতে নিয়ে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেনি। শেষে হারতে হয় ৯ রানের ব্যবধানে। ব্যাট হাতে টাইগার ক্রিকেট একাডেমির রাহুল ৪১ বলে চারটি চার ও একটি ছয়ে ৪০, রাশেদ ২৩ বলে ও দিগন্ত ২৯ বলে ২৭ রান করেন। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের অহিদুল ইসলাম ও ইব্রাহিম দুটি করে উইকেট দখল করেন। এ ম্যাচে বিজয়ী দলের সাজ্জাদ ম্যাচ খেলোয়াড় নির্বাচিত হয়।
একই মাঠে দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করে দারুন শুরু পায়। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ১৮ ওভার ১ বলে ১২১ রানে গুটিয়ে যায় যশোর ক্রিকেট কোচিং সেন্টারের দলীয় ইনিংস। দলের পক্ষে ব্যাট হাতে হিমেল ২৬, শাহারিয়ার সাকিব ১৮ ও মতিন ১৪ রান করেন। বল হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির রাহাত ১৪ রানে ৩টি ও জয় এবং মুকুল ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে রাহাত ১৪ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৩৯ রান করেন। এরপাশে রনি ২২ বলে ৩৩ ও তনু ১৮ রান করেন। বল হাতে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের স¤্রাট ৩৫ রানে ৩টি উইকেট দখল করেন। অল রাউন্ড পারফরম্যান্সের জন্য রাহাত ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।