ক্রীড়া ডেস্ক
টি-২০’র বোলিং র্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে ভালো বোলিং করায় ছয় ধাপ এগিয়েছেন তিনি। ঢুকেছেন সেরা দশে। টি-২০’র নবম সেরা বোলার এখন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা সাইফ হাসান ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ওই ম্যাচে ভালো করার পুরস্কার পেয়েছেন কাটার মাস্টারখ্যাত ফিজ। বোলিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের আরেক বোলার শেখ মেহেদী। তিনি ১৭তম অবস্থানে উঠে এসেছেন।
টি-২০’র বোলিং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। তিনি ১২ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে চারে জায়গা করে নিয়েছেন।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আরেক তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের লিটন দাস দুই ধাপ এগিয়ে ৪০তম অবস্থানে আছেন। তাওহীদ হৃদয় সাত ধাপ এগিয়ে ৪১ এ উঠেছেন। ১৩৩ ধাপ এগিয়ে ৮১তম অবস্থানে উঠে এসেছেন সাইফ হাসান।