নিজস্ব প্রতিবেদক
সোমবার শুরু হচ্ছে যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর ও এস এস ক্রিকেট একাডেমি। দুপুর ১টায় দ্বিতীয় ম্যাচে অংশ নেবে যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ।
প্রথম ম্যাচের আগে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রতিটি ম্যাচের একটি ইনিংস ২৫ ওভার করে হবে। পরিপূর্ণ ম্যাচের সূচি প্রণয়ন করা হয়নি। শুধুমাত্র ১২টি ম্যাচের সূচি প্রণয়ন করা হয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর একটায়। লিগে অংশ নেবে ১৪টি দল। এসব দলগুলোকে তিনটি গ্রুপে বিভক্তি করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর, যশোর ক্রিকেট কোচিং সেন্টার, কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ ও এস এস ক্রিকেট একাডেমি।
‘বি’ গ্রুপের দলগুলো হলো থ্রি ব্রাদার্স যুব সংঘ, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, দেশ ক্রিকেট একাডেমি, আর এন রোড ব্রাদার্স ও ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি। ‘সি’ গ্রুপের দলসমূহ হলো রিপন অটো ক্রিকেট একাডেমি, মহিরন স্কাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমি, মধুমিতা ক্রীড়া চক্র, মণিরামপুর ক্রিকেট একাডেমি ও ঊষা স্পোর্টিং ক্লাব।