নিজস্ব প্রতিবেদক
যশোরে সোয়া ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আর আর এফ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। আরআরএফ’র প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল জলিল মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস কুমিল্লা সদর উপজেলার কালিয়াজুরী গ্রামের মহিদুল হকের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রফিকুল ইসলাম।
আরআরএফের প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল জলিলের অভিযোগ, অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস আর আর এফের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের অগ্রযাত্রা কর্মসূচির আওতায় বিজনেস ডেভলেপমেন্ট অফিসার পদে ২০২২ সালের ১০ অক্টোবর সংস্থার নাভারন শাখায় যোগদান করেন। অভিযুক্তের দায়িত্ব ছিলো অগ্রযাত্রা কর্মসূচির আওতায় ঋণ বিতরণ ও আদায় এবং টাকা সংস্থায় জমা প্রদান করা। কিন্তু তিনি বিভিন্ন ঋণ গ্রহীতার কাছ থেকে সঞ্চয়ের টাকা এবং প্রদত্ত ঋণের কিস্তির টাকা আদায় করলেও সংস্থায় জমা দেননি। তিনি এভাবে সংস্থার মোট ৯ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করেছেন। এরপর তিনি কোনো প্রকার ছুটি না নিয়েই চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে গত ১৬ জানুয়ারি সংস্থার পক্ষ থেকে তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়। কিন্তু জান্নাতুল ফেরদৌস চিঠির কোনো জবাব দেননি এবং সংস্থার সাথে কোনো যোগাযোগও করেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় জিডি করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ১০ লাখ ২৩ হাজার ২৯০ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এই টাকা আদায়ে ব্যর্থ হয়ে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
