কল্যাণ ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে ঝরছে বৃষ্টি। এরই মধ্যে বৃষ্টিপাতের বিষয়ে গতকাল রোববার সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।
জানানো হয়, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এরপরই গতকাল দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জানায়, সোমবার পাঠদান হবে অনলাইনে।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, মক্কা, মদিনা, উত্তর সীমান্ত, আল জুফ, তাবুক, হেইল, আল কাসিম, আল সারকিয়া, রিয়াদ ও আল বাহাতে মাঝারি থেকে ভারীবর্ষণ হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে জেদ্দা কর্তৃপক্ষ। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে হবে বলেও জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন: উন্মুক্ত স্থানে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করল ইসরায়েল