কল্যাণ ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৯০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৬ নভেম্বর) চলতি বছরের মন্ত্রিসভার ৩৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) পৃথক চুক্তির অধীনে দুটি ভিন্ন কোম্পানির কাছ থেকে তিনটি পৃথক লটে সার কিনবে বলে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, ৩৭৮.৫৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে সংগ্রহ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই থেকেও ১৮৯.২৮ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে বিসিআইসি।
সেইসঙ্গে বৈঠকে মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই-এর কাছ থেকে ২১৫.১৪ কোটি টাকায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয় বিসিআইসিকে।
আরও পড়ুন:ভবদহ সমস্যা সমাধানে ছয় দফা