আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রফেটস মসজিদে হজ ও উমরাহতে হজ ও উমরাহ পালনকারীদের ছবি ও ভিডিও নেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস-এর। পবিত্র স্থানগুলোর পবিত্রতা বিবেচনায় নিয়ে নতুন এই নিয়মগুলো করা হয়েছে।
টুইটারে জারি করা বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র দুই স্থানের পবিত্রতা বিবেচনায় নিয়ে পবিত্র দুই মসজিদে আমাদের শিষ্টাচার বজায় থেকে ছবি তুলতে হবে।’
এসব স্থানে ছবি তোলা ও ভিডিও ধারণের জন্য যেসব নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো:
কারও অনুমতি না নিয়ে তার ছবি তোলা যাবে না
প্রার্থনারত অবস্থায় কারও ছবি তোলা যাবে না
নামাজ পড়া বা দোয়া পড়ার সময় কাউকে বিরক্ত করা যাবে না
সোমবার সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানায়, রমজান মাসে কাউকে একাধিকবার উমরাহ করার অনুমতি দেওয়া হবে না। এ সময় শুধু একবারই উমরাহ করা যাবে।
এই পবিত্র মাসটিতে উমরাহ পালনে ইচ্ছুক মানুষের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাইকে সমান সুযোগ দেওয়া যায়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, উমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ থেকে অনুমতি নিতে হবে।
আরও পড়ুন: বাস দুর্ঘটনায় সৌদিতে ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯
