বিনোদন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যনতুন ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীর মনকে প্রফুল্ল রাখেন দই বাংলার চলচ্চিত্রের আলোকিত অভিনেত্রী জয়া আহসান। আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমাটি। এরইমধ্যে ছবির প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। এদিকে ‘ফেরেশতে’ মুক্তির আগে জয়া ভিন্ন লুকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। কমলা রঙের পোশাকের একগুচ্ছ ছবি শেয়ার করে সৌরভ ছড়াচ্ছেন তিনি। এরই মধ্যে শুধুমাত্র ফেসবুকেই ছবিগুলোতে বন্যা বয়ে গেছে লাইক-কমেন্টের।
১২ সেপ্টেম্বর ‘ফেরেশতে’ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়। সিনেমা হল সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে। ‘ফেরেশতে’ ছবিসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সব সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে। গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে, ‘কবে মুক্তি পাবে ছবিটি?’ মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সিনেমা মুক্তির আগে অন্য রকম লুকে দেখা দিলেন এই অভিনেত্রী। নতুন ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘ক্রিমসন অবসেশন’।
সাতরাস্তায় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সংহতিসাতরাস্তায় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সংহতি
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন। এই কাজকে জয়া বলেছেন ‘ভীষণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।’