নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আসরে সেমিফাইনালে সর্বনিম্ন ৩০ রানের লজ্জার রেকর্ড গড়ে বিদায় নেয় সম্মিলনী ইন্সটিটিউশন। তবে শনিবার শুরু হওয়া প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের শুভ সূচনা করেছে সম্মিলনী ইন্সটিটিউট। শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫ উইকেটে হারিয়েছে যশোর জিলা স্কুলকে।
যশোর জিলা স্কুলকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দেয় সম্মিলনীর বোলারা। সেই ভিতের উপর দাঁড়িয়ে ব্যাটারদের জয় এনে দিতে খুব বেশি বেগ পেতে হয়নি। প্রণব সাই যখন চার মেরে জয় নিশ্চিত করে তখনও সম্মিলনীর হাতে ছিল ১৫৬ বল ও পাঁচ উইকেট।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর বল মাঠে গড়ায়। এতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে সম্মিলনীর অধিনায়ক প্রিতম সরকার জিলা স্কুলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বল হাতে ইনিংসে তৃতীয় বলে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক প্রিতম। জিলা স্কুলের ওপেনার তাহসিন খানকে আসাদুল্লাহ আল গালিবের ক্যাচে পরিণত করেন। অপর প্রান্তে তাসহিক আল তিসান দুই ওভারের ২৪ রান দিলে তার পরিবর্তে আবির পাল নিলয়কে বোলিংয়ে নিয়ে আসেন। আবির পরপর দুই ওভারে গাজী সালাউদ্দিন (১৯) ও হুসাইন বিশ্বাস তুলে নিলে ৩৯ রানে তিন উইকেট খোয়ায় জিলা স্কুল। এরপরই উইকেট শিকারে যোগ দেন স্পিনার আব্দুর রহমান রিফাত। রিফাতের সাথে তানজির হোসাইন ও হৃদয় রহমান উইকেট শিকারে যোগ দিলে ২৯ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় জিলা স্কুলের দলীয় ইনিংস। জিলা স্কুলের চার ব্যাটার ছুঁতে পেরেছে দুই অঙ্ক। এর মধ্যে সজল হাসান ৫২ বলে ৫ চারে ৩২, গাজী সালাউদ্দিন ১৯, সাদিক হোসাইন ও সাকিব বিশ্বাস ১৩ রান করেন। রিফাত ৮ ওভার বল করে ১৯ রানে ৫টি, আবির পাল নিলয় ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে সম্মিলনীর দুই ওপেনার ৮৪ রানের জুটি গড়েন। হৃদয় রহমান ১৬ বলে ৩চারে ২০ রান করে ফিরলে ভাঙ্গে ৬০ বল স্থায়ী জুটি। দলের খাতায় আর ১০ রান যোগ হতেই অপর ওপেনার রফিকুজ্জামান রাফিও সাজঘরের পথ ধরেন। ২ রানের জন্য প্রতিযোগিতার প্রথম অর্ধশতক হাতছাড়া করেন রাফি। রাফির ৫২ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। পরের ১৩ রান তুলতে আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সম্মিলনী। তবে আবির পাল ও প্রণব সাইয়ের ১৭ জুটিতে আর কোন বিপদ ঘটেনি। আবীর ১১ বলে ১ চারে ছয় ও প্রণব ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জিলা স্কুলের সাদিক ২০ রানে ৩টি ও সজল ২টি উইকেট দখল করেন।
এর আগে সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট পরিষদের সহ-সভাপতি এহসানুল হক সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ।
অনুষ্ঠানে প্রতিযোগিতার আহ্বায়ক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো।