ক্রীড়া সংবাদ: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দু’দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র তিন রানের আক্ষেপে পুড়লো রাইজিং স্টার ক্লাব। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে স্কাইল্যাব ক্লাব।
চার ম্যাচ খেলা স্কাইল্যাবের এটি প্রথম জয়। অন্যদিকে তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি রাইজিং স্টার ক্লাব। এ ম্যাচের আগের দু’টি দলের পয়েন্ট টেবিলের পরিসংখ্যান হচ্ছে, তিন ম্যাচ খেলে কোন পয়েন্ট অর্জন করতে পারেনি স্কাইল্যাব। দুই ম্যাচ খেলে একই অবস্থা রাইজিং স্টারের। সে কারণে রেলিগেশন এড়াতে দু’দলের জন্য জয়টা ছিল খুবই প্রয়োজন। এখনও রাইজিংয়ের হাতে রয়েছে দু’টি ম্যাচ। স্কাইল্যাবের রয়েছে একটি ম্যাচ।
‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে যশোর ক্রিকেট ক্লাব। তারা চার ম্যাচ থেকে সংগ্রহ করেছে আট পয়েন্ট। তিন ম্যাচ খেলা আরএন রোড ক্রীড়া চক্রের পয়েন্ট ছয়। ফাইভ স্টার চার ম্যাচ খেলে ঘরে তুলেছে ফাইভ স্টার। একই অবস্থা স্কাইল্যাবের। আসাদ স্মৃতি সংঘ তিন ম্যাচ থেকে পেয়েছে দুই পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে কোন পয়েন্ট ঘরে তুলতে পারেনি রাইজিং স্টার।
এ ম্যাচে একেবারে শেষদিকে স্কাইল্যাবের বোলার শুভর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেননি রাইজিং স্টারের খেলোয়াড়রা। এমনকি দলের অধিনায়ক হাসানুজ্জামান রুমি কোন অনুমতি ছাড়াই স্টাইক হ্যান্ডে থাকা আম্পায়ারের কাছে গিয়ে বোলিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে মিনিট দশেক খেলা বন্ধ ছিল। তবে একাধিক দর্শক মন্তব্য করেছেন শুভর বোলিং অ্যাকশন সঠিক নয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে স্কাইল্যাব ৪৪ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৬৫ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে ৪৯ ওভার শেষে রাইজিং স্টারের দলীয় ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে। এর ফলে স্কাইল্যাব জয় পায় তিন রানে।
স্কাইল্যাবের ব্যাটিং ইনিংসে আয়াজ ৫৪ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৬, আল ইমরান ৩৮ বলে দু’টি চারে ২৩, শুভ ৩৫ বলে দু’টি চারে ১৪, জয় ৫১ বলে দু’টি চার ও তিনটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ ও তাজ ২৯ বলে একটি চারে অপরাজিত ১৮ রান করেন।
বল হাতে রাইজিংয়ের পক্ষে সাকিব ৪৫ রানে তিনটি, সাকিব হোসেন ৪০ রানে ও সোহান ৩৪ রানে নেন দু’টি করে এবং একটি করে উইকেট নেন হাসানুজ্জামান রুমি ও আবির হোসেন।
রাইজিংয়ের ব্যাটিং ইনিংসে আবির হোসেন ২৬ বলে দু’টি চারে ১০, হোসাইন ৫৬ বলে ১৭, হাসানুজ্জামান রুমি ৭১ বলে ৪৬, আসিফ আল আসাদ সুমন ১৯ বলে দু’টি চারে ১৫, রিয়াদ ইসলাম ৬৭ বলে ৩৪, অয়ন ঘোষ ২১ বলে অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৯ রান।
বল হাতে স্কাইল্যাবের শুভ ৩৫ রানে চারটি, আষিস দাস ২৬ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নেন আল ইমরান, নির্জন ও রনি মন্ডল।
ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের শুভ।