অভয়নগর (যশোর) প্রতিনিধি: পাকা ভবন উপরে টিনের ছাউনি। একটি ঘরে শুয়ে আছেন এক নারী। স্ত্রীর অধিকারের দাবিতে দুইদিন ধরে ওই ঘরের মধ্যে অবস্থান করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। লাগানো হয়েছে স্যালাইন। ওই নারীর নাম মেরিনা বেগম (৪৫)। গতকাল বুধবার দুপুরে অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাজাহান আলীর বাড়িতে যেয়ে এ দৃশ্য দেখা যায়।
২০১৭ সালে মেরিনা বেগমের স্বামী শহিদ মোড়ল মারা যাওয়ার পর ওই একই গ্রামের জাহাঙ্গীর আলম টিপুর (৩৫) সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত জানুয়ারিতে আশরাফুল মৌলভীর কাছে নিয়ে যেয়ে বিয়ে করলেও এখন ওই বিয়ে অস্বীকার করছে। আমি তাকে পারিবারিক ভাবে স্বীকৃতি দেয়ার জন্য চাপ দিলে সে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে অবস্থান নিয়েছি।
আশরাফুল আলম টিপুর বাড়িতে যেয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
আশরাফুল আলম টিপুর পিতা সাবেক ইউপি সদস্য শাহাজাহান আলী বলেন, মেরিনা বেগম নামে এক নারী আমার বাড়িতে অবস্থান নিয়েছে। সে আমার ছেলে আশরাফুলের স্ত্রী দাবি করছে। ছেলে বাড়ি নেই। সে ফিরে না আসা পর্যন্ত ওই নারী আমার বাড়িতে থাকবে।
ইউপি সদস্য ওহিদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। যদি বিয়ে হয়ে থাকে তাহলে আমরা ওই নারীকে স্ত্রীর মর্যাদা দেয়ার ব্যবস্থা নেব।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন আমি ছেলের পিতাকে বলেছি ছেলেকে হাজির করতে। বিয়ের ঘটনা সত্য হলে ওই নারী স্ত্রীর অধিকার পাবে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, এ ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।