নিজস্ব প্রতিবেদক
যশোরে বিয়ের ১৭ বছর পরে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে এক গৃহবধূকে মারপিট এবং পিতার বাড়িতে তাড়িয়ে দেয়ার ঘটনায় আকবর হোসেন মুন্না নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর মৃত রফিকের মেয়ে সোমাইয়া খাতুন শোভা কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামি আকবর হোসেন মুন্না শহরের বকচর বিহারী কলোনীর আজগর আলীর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি দুই লাখ দেনমোহরে সোমাইয়া খাতুন শোভাকে বিয়ে করেন মুন্না। তাদের একটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে শোভাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে তার স্বামী। ফলে শোভার মা বিভিন্ন সময় জামাইকে নগদ টাকা ও বিভিন্ন ধরণের মালঅমাল প্রদান করেন। কন্তু এতেও তার চাহিদা পূরণ না হওয়ায় গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে মুন্না তাকে মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। শনিবার আসামি মুন্নাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।