নিজস্ব প্রতিবেদক
যশোরে যৌতুক হিসেবে দুই বিঘা জমি না পেয়ে স্বামীর বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে পিতার বাড়িতে অবস্থানের কারণে রিচি খাতুন নামে এক গৃহবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সদর উপজেলার শালিয়াট গ্রামের রকি হোসেনের দায়ের করা মামলায় আসামি রিচির বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। আসামি রিচি খাতুন একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ২৩ আগস্ট পারিবারিকভাবে এক লাখ টাকা দেনমোহর ধার্যে রিচি খাতুনকে বিয়ে করেন রকি হোসেন। বিয়ের সময় রকি হোসেন তার স্ত্রীকে চার লাখ টাকার স্বর্ণালংকার দেন। কিছুদিন সুখেশান্তিতে সংসংসার করলেও সম্প্রতি রিচির মা কহিনুর বেগমের কু-পরামর্শে রকির কাছে তার পৈত্রিক দুই বিঘা সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে বলে রিচি। রাজি না হলে রকিকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে রিচিকে অন্যত্র আবার বিয়ে দিবেন বলে কহিনুর বেগম হুমকি দেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে রিচি খাতুন তার পিতার বাড়িতেই অবস্থান করছেন। সর্বশেষ ২০ জানুয়ারি বিকেল চারটার দিকে রিচি ও তার মাকে বাদী রকির বাড়িতে ডেকে আনা হয়। এসময় তাদেরকে অনুনয় বিনয় করে যৌতুক ছাড়া রকির সাথে সংসার করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যৌতুক বাবদ দুই বিঘা জমি ছাড়া তার সাথে রিচি তার সংসার করবেনা বলে জানিয়ে দেয় তার মা কহিনুর বেগম।
