কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে মূলগ্রামে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় টাকা পয়সা গহনা নিয়ে ঘরজামাই স্বামীকে মারপিট করে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে স্ত্রী সাথী খাতুন ও শ্বশুর। তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্বামী সাহেব আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা সাহেব আলীর সাথে কেশবপুরের মূলগ্রামের সাথী খাতুনের বিয়ের পর শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে ও ইটভাটায় কাজ করে সংসার নির্বাহ করা এই দিনমজুরের ঘরের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে স্ত্রী সাথী খাতুন পরকীয়ায় আসক্ত হয়ে পড়লে স্বামী সাহেব আলী তাতে বাঁধ সাধেন। এ নিয়ে প্রায়ই তাদের বিরোধ চলতে থাকে। ফলশ্রুতিতে স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়ী মিলে তাকে শারিরীক ভাবে নির্যাতন করতে থাকে। যার জের ধরে গত ৮ জুলাই বিকেলে স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়ি মিলে তার উপর নির্যাতন করে টাকা ও গহনা নিয়ে এক কাপড়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় সাহেব আলী ন্যায়বিচারসহ মালামাল ফিরে পেতে স্ত্রী, শ্বাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়ে এসআই বিদুসকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।