স্ত্রীসহ ৫ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক: যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ ৫ জনকে আসামি করে যশোর আদালতে মামলা করেছেন এক স্বামী। সোমবার যশোর শহরতলীর ঝুমঝুপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন- ফরিদপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল জব্বার ও তার স্ত্রী সাহেদা বেগম, মেয়ে সাথী, বাদীর স্ত্রী শম্পা খাতুন এবং আলীপুর গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে দলিল উদ্দিন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৭ জুলাই আক্তার হোসেন পারিবারিক ভাবে শম্পা খাতুনকে বিয়ে করেন। বিয়ের তাদের দুইটি সন্তান জন্ম গ্রহণ করে। বেশ কিছুদিন হলে অন্য আসামিদের পরামর্শে শম্পা খাতুন তার স্বামীর কাছে যৌতুক হিসেবে ৩ শতক জমি লিখে দিতে বলে। এতে রাজি না হওয়ায় শম্পা তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করত। এরমধ্যে শম্পা তার পিতাকে বাড়িতে ডেকে এনে বাসার সকল জিনিপত্র নিয়ে পিতার বাড়ি চলে যায়। একাধিক বার আনতে গেলে অপমান করে শ্বশুর বাড়ির লোকজন তাড়িয়ে দেয়। একপর্যায়ে শম্পাকে তালাক দিলে সে ফরিদপুর আদালতে মামলা করে। আদালতে শম্পা সংসার করার ওয়াদা করলেও বাড়িতে যেয়ে তার দাবিকৃত তিন শতক জমি লিখে না দিলে সংসার করবেনা জানিয়ে দেয়। অবশেষে আক্তার হোসেন বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে যৌতুক নিরোধ আইনে এ মামলা করেছেন।