কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে ঝিনাইদহের কালীগঞ্জে যুবকের বাড়ির গেটের সামনে অনশন করছেন ১৬ বছরের এক কিশোরী। সে যশোর মণিরামপুরের টুনিয়াঘরা গ্রামের মেয়ে। শুক্রবার বেলা ১১ টা থেকে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মামুন হোসেনের বাড়িতে অবস্থান করছেন। মামুন হোসেন জাকির হোসেনের ছেলে।
কিশোরী জানায়, মণিরামপুরে ছেলের মামার দোকানে থাকার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার একপর্যায়ে ১৩ মাস আগে বাড়ি থেকে বের হয়ে বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ চলে আসেন। বিয়ের পর পরিবার মেনে না নেয়ায় তারা কালীগঞ্জের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে থাকতেন। কিন্তু হঠাৎ করেই গত ঈদের আগে মেয়েটিকে দাদার বাড়িতে পাঠিয়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন মামুন। বিয়ের কোন কাগজপত্রও নেই মেয়েটির কাছে। সর্বশেষ কোন উপায় না পেয়ে কালীগঞ্জে তার স্বামীর বাড়িতে আসলেও বিকেল পর্যন্ত তাকে বাসায় ঢুকতে দেয়নি শ^শুর বাড়ির লোকজন।
বাবা-মা হারা মেয়েটি জানায়, স্বামীর বাড়ি ছাড়া আর কোথাও থাকার কোন জায়গা নেই তার। এ অবস্থায় আত্মহত্যা করা ছাড়া তার কোন উপায় থাকবে না। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেশি আব্দুস সালাম জানান, শুনেছি মামুন অনেক আগেই বিয়ে করেছে। সে শহরের বিভিন্ন স্থানে ভাড়া থাকতো। স্ত্রীর সাথে কি হয়েছে জানিনা। তবে সে এখন তার নিজ বাসায় থাকে।
কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বাড়ির লোকজনদের ডাকাডাকি করেও কাউকে বাড়িতে পাননি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।